Event Details

“জাতীয় শোক দিবস ২০১৯”.

অদ্য ১৫ আগস্ট “জাতীয় শোক দিবস ২০১৯” রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকায় কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১৫ আগস্টের শহীদদের স্মরণে ১ মিনিট পালন, বৃক্ষরোপন ও বাদ আসর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ। আরোও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালক ছাত্রকল্যাণ ও ১৫ আগস্ট “জাতীয় শোক দিবস ২০১৯” উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড.মিয়া মোঃ জগলুল সাদাত,গবেষণা ও সম্প্রসারণ পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ্ধুসঢ়;জ্জামান, শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান সরকার, বিভাগীয় প্রধানবৃন্দ, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশিদ,আবু সাঈদ,হলের প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা সমিতি সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়,কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দীন সহ বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষাার্থীবৃন্দ প্রমুখ।